অপহরণের সময় ৬ জনকে গ্রেপ্তার

opaharanরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ বন্দর নগরীতে এক ব্যবসায়ীকে অপহরণের সময় জনতার সহায়তায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি কিরিচ ও দুটি দা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ছয়জন হলেন- মো. ওয়াসিম, মো. নিরব, মো. ইউনূস, মো. জাহাঙ্গীর, মো. রুবেল ও মো. দলিল মিয়া।

পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ এবিসি নিউজ বিডিকে বলেন, নির্মাণ ব্যবসায়ী ফয়জুল ইসলামকে (৪৫) সকালে বাসা থেকে বের হওয়ার পর ছয়-সাতজন যুবক জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়ার চেষ্টা করে।তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অপহরণকারীদের ধরে ফেলে বলে জানান তিনি।

ওসি জানান, ফয়জুলের সঙ্গে আহমদ মিয়া নামে অন্য এক ব্যবসায়ীর দ্বন্দ্ব চলছিল। তার জের ধরে তুলে নেয়ার ঘটনা ঘটতে পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদেও গ্রেপ্তার ছয়জন অপহরণ চেষ্টার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

এই ঘটনায় ব্যবসায়ী ফয়জুল বাদি হয়ে একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ