ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান মহিউদ্দিন চৌধুরীর

চট্টগ্রাম প্রতিনিধি, এবিসিনিউজবিডি : দেশের সংকটকালে নির্মোহ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরি করতে যুবলীগ কাজ করছে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

১১ নভেম্বর (বুধবার) যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ও দূরদর্শী সুশাসনের মাধ্যমে নিশ্চিত হয়েছে জনগণের ক্ষমতায়ন। সমসাময়িক উন্নয়নশীল দেশগুলোকে টপকিয়ে লক্ষ্যমাত্রার পূর্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বিশ্ব ব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। অচিরেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নিতে সক্ষম হবে।

তিনি বলেন, দেশ ও জাতির অগ্রগতি বাধাগ্রস্থ করতে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি ও খালেদা-তারেক জিয়ার নেতৃত্বে দেশবিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে হত্যা, খুন ও জ্বালাও পোড়াও এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ