রাজন হত্যা মামলার রায় ৮ নভেম্বর

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
সিলেট : সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় আগামী ৮ নভেম্বর ঘোষিত হবে।

২৭ অক্টোবর (মঙ্গলবার) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় ষোষণার এই তারিখ নির্ধারণ করেছেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, আদালতে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে বিচারক রায় ঘোষণার জন্য ৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন। এর আগে গত রোববার রাজন হত্যা মামলায় আসামি যাচাই-বাছাই শেষ হয় এবং যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সোমবারও চলে যুক্তিতর্ক উপস্থাপন। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন। রাজন হত্যা মামলায় গ্রেফতারকৃত ১১ আসামিকে হাজির করা হয় বলেও জানান মফুর আলী।

এর আগে গত ১৫ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন বিকেলে সৌদি থেকে এই মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফেরানোর পর গত ১৮ অক্টোবর তাকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। আদালতে কামরুল সাক্ষীদের পুনঃসাক্ষ্যগ্রহণের আবেদন জানায়। তবে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা ওইদিন তার আবেদন নামঞ্জুর করেন। পরে গত ২০ অক্টোবর ফের কামররুলের আইনজীবী আদালতে ১৫ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণের আবেদন জানান। বিচারক ১১ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণের নির্দেশ দেন। ২১ অক্টোবর আদালত ১১ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ