ভক্তদের কাছে দোয়া চাইলেন পরিমণিঃ

1094455_584954124890307_111640288_o
বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা  (১২  অক্টোবর): পরিমণি। সময়ের ব্যস্ততম ঢালিউড হিরোইনদের একজন। আজ থেকে শুরু হয়েছে তার নতুন ছবি সোনাবন্ধুর শুটিং। কিন্তু শুটিংয়ে অনুপস্থিত ছবির নায়িকা পরিমণি। স্বাভাবিকভাবেই বন্ধ শুটিং। প্রচন্ড আঘাতে গুরুতর আহত পরিমণি শুটিং সেটের বদলে বিছানায়।

শিরোনাম পড়ে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে। আহতও হতে পারেন অনেকে। মূল ব্যাপারটা তবে খোলসা করেই বলি। গতরাতে আড্ডা দিতে ছাদে ওঠেছিলেন পরিমণি। সবকিছু ঠিকঠাকই ছিল। বিপত্তিটা বাঁধে নামতে গিয়ে। ছাদের সিড়ি দিয়ে নামার সময় হঠাৎই পা ফসকে পড়ে যান নায়িকা। প্রচন্ড আঘাত পান কপালে আর ঘাড়ে। যার কারণে নতুন ছবি সোনাবন্ধুর শুটিংয়ে যেতে পারেননি পরিমণি।

দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারেন ব্যস্ত এ নায়িকা, ভক্তদের কাছে এমন দোয়া চেয়ে পরিমণি বলেন, ‘রাতে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পড়ে আহত হওয়ার কারণে আজ আর শুটিংয়ে যাওয়া হয়নি।  প্রথমবার যখন শুটিং করি, তখনও অসুস্থ ছিলাম। তারপরও শুটিং করেছি। কিন্তু এবারতো উঠে দাঁড়াতেই পারছি না।’

12074916_1005914532794262_7199119152828115277_nএকের পর এক নতুন ছবিতে চুক্তিভূক্ত হচ্ছেন ঢালিউডের মিষ্টি এ নায়িকা। আলোচিত রানা প্লাজা ধসের কাহিনি নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে ছবিটি সমালোচিত হওয়ায় মুক্তির পথ আর দেখেনি। এবিসিনিউজ পরিবারের পক্ষ থেকে পরিমণির দ্রুত সুস্থতা কামনা করি। সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে ফিরুক। উপহার দিক দারুণ দারুণ সব ছবি। এমন প্রত্যাশা সকলেরই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ