পোশাক-পরিচ্ছদের ওপর বিধিনিষেধ জারি:

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা(৯ অক্টোবর) :অসদুপায় ঠেকাতে ভর্তি পরীক্ষায় ড্রেসকোড চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।চলতি বছর থেকে শুরু হওয়া এই নিয়মের কারণে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুতা খুলে খালি পায়ে পরীক্ষার হলে যেতে হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়া ভর্তি পরীক্ষায় স্যান্ডেল পড়ে যারা আসেনি সেসব শিক্ষার্থীকে খালি পায়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তবে প্রথমবারের মতো নিয়ম হওয়ায় ফুলহাতা শার্ট ও পাঞ্জাবির ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। জানা গেছে, ভর্তি পরীক্ষায় অসদুপায় ঠেকাতে প্রথমবারের মতো ভর্তিচ্ছুদের পোশাক-পরিচ্ছদের ওপর বিধিনিষেধ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষার্থীদের অনেকের অভিযোগ,আগে তাদেরকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়নি। যে কারণে তারা ফুল শার্ট,পাঞ্জাবি, জুতা পরে পরীক্ষা দিতে এসেছেন।

জবি কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে,পরীক্ষার্থীদের হাফ হাতা জামা এবং স্যান্ডেল পরে পরীক্ষার হলে আসতে হবে। স্যান্ডেলের সঙ্গে মোজা পরা যাবে না। তবে ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবেন তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য।

কিন্তু পরীক্ষা শুরুর আগে অনেকেই ফুল হাতা জামা এবং জুতা পরে পরীক্ষা দিতে আসেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুতা খুলে পরীক্ষার হলে প্রবেশ করতে দিয়েছে। যেহেতু এবারই প্রথম এ সিদ্ধান্ত নেয়া হয়েছে তাই পরীক্ষার্থীদের ফুলহাতা জামা পরে প্রবেশ করতে দেয়া হয়েছে। ভবিষ্যতে আর দেয়া হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, প্রায়ই লক্ষ্য করা গেছে ভর্তি পরীক্ষায় ছোট ছোট ডিভাইস ব্যবহার করে অসাধু পন্থা অবলম্বন করে পরীক্ষার্থীরা। আর এসব ডিভাইস ফুলহাতা শার্ট বা পাঞ্জাবির হাতার ভাঁজে এবং জুতা-মোজার ভেতর বহন করতে দেখা গেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হাফ হাতার জামা এবং স্যান্ডেল পরিধান করে পরীক্ষার হলে আসতে হবে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান  বলেন, ‘যেসব পরীক্ষার্থী কেডস এবং জুতা পরে এসেছে, তাদেরকে জুতা খুলে হলে প্রবেশ করতে দেয়া হয়েছে। যেহেতু এবছরই প্রথম এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই একটু ছাড় দেয়া হয়েছে। ভবি্ষ্যতে ছাড় দেয়া হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ