বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত সুস্মিতা:

susmita 2_83346_1বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি, ঢাকা : এই নিয়ে তিনবার বাংলাদেশে আসলেন বলিউডের বাঙালী সুন্দরী অভিনেত্রী সুস্মিতা সেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে। স্নিগ্ধ হাসি নিয়ে সুস্মিতা আলো ঝলমলে মঞ্চে উঠতেই ক্লিক ক্লিক শব্দে বেজে উঠলো সব ক্যামেরা। লম্বা লম্বা পা ফেলে মঞ্চের একপাশ থেকে আরেকপাশে যাচ্ছেন আর দর্শকদের দিকে চুমু ছুড়ে দিচ্ছেন তিনি। বাঙালীর ভালবাসায় কতটা বিনীত হয়েছেন তালি বাজিয়ে, প্রণতি জানিয়ে তারই জানান দিলেন সুস্মিতা।

অল্প সময়ের জন্য মঞ্চে ছিলেন গাউন পরা এই সুন্দরী। বিদায় নিয়ে খানিকবাদে আবার আসলেন, সঙ্গে হেয়ার ও মেক-আপ আর্টিস্ট ড্যানিয়েল। অবশ্য এই দিনের চুলের সাজ তিনি নিজেই করেছেন। বাঙালীদের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কারণ বিষয়ে সুস্মিতা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে বাংলাদেশি প্রবাসীদের দেখেছি। ভারত-বাংলাদেশেও দেখেছি, বাংলাদেশিদের ভালবাসা আমার হৃদয় ছুঁয়ে যায়।’

নেমেসিস ব্যান্ডের জোহাদের কণ্ঠে ইংরেজি গানের মধ্য দিয়ে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। এরপর আসেন সঙ্গীতশিল্পী এলিটা। রাত ৯টা ৩০ মিনিটে মঞ্চে একে একে প্রবেশ করেন বিদ্যা সিনহা মীম, সাদিয়া ইসলাম মৌ, মেহজাবিন চৌধুরীসহ দেশ-বিদেশের প্রায় অর্ধশত খ্যাতনামা র‍্যাম্প মডেল।

ইউনিলিভারের ‘ট্রেসেমে’ নামের একটি শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে আয়োজন করা হয় একটি ফ্যাশন-শোর। আর ট্রেসেমে ফ্যাশন-শো আলোকিত করতেই বাংলাদেশে আসেন সাবেক এই বিশ্বসুন্দরী।

চার বছর পর গত রোববার দুপুর সাড়ে বারটায় জেট এয়ারওয়েজের উড়োজাহাজে চড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সুস্মিতা সেন। জানা গেছে, সোমবার সকালে মুম্বাই ফিরে যাবেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ