সরকারের উদাসীনতায় বেড়েছে পেঁয়াজের দাম

Onion1440581829আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : পর্যাপ্ত মজুদ ও ব্যবসায়ীদের প্রতিশ্রুতি সত্ত্বেও গত কয়েকদিনে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। এমনকি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারভেদে পেঁয়াজের দাম কম-বেশি প্রতিদিনই বাড়ছে। শুক্রবার রাজধানীতে ৮০ থেকে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়।

কারণ অনুসন্ধানে জানা গেছে, মূলত কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছে। এক্ষেত্রে সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। সরকার কঠোর হলে মজুদ থাকার পরও আমদানি ব্যয় বৃদ্ধির খোড়া অজুহাতে পেঁয়াজের দাম বাড়ানো যেতো না বলে অভিমত সংশ্লিষ্টদের।
খুচরা বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দর বাড়ায় রাজধানীতে এর প্রভাব পড়ছে। দেশের বর্ডার হাটগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীসহ সারা দেশে বেড়ে যায় দাম। তাদের অভিযোগ, সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকার সুযোগে আমদানিকারকরা কম দামে মজুদ করে রাখা পণ্যও বেশি দামে কেনার দাবি করে। যা বাজারে বিক্রি করা হয় চড়া দামে। এ কারণে কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকার একটু উদ্যোগী হলেই পেঁয়াজের এই কারণহীন মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের জোরালো মনিটরিং ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। কারণ দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। নতুন করে পেঁয়াজ আমদানি করা হলেও এর প্রভাব এতো তাড়াতাড়ি বাজারে পড়ার কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ