শুভ্রা মুখার্জির পরলোকগমন

a0f378cf8ef48178558f282904d53098-suvraআন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
কলকাতা : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিণী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়িতেও। শুভ্রা মুখার্জির বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। আর মামার বাড়ি একই উপজেলার তুলারামপুর গ্রামে।

১৮ আগষ্ট (মঙ্গলবার) ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন শুভ্রা মুখার্জি। গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতির স্ত্রীকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

২০১৩ সালের ৫ মার্চ শুভ্রা মুখার্জি বেড়াতে এসেছিলেন নড়াইলে তাঁর বাবার বাড়ি। সঙ্গে ছিলেন জামাইবাবু। দুজনকে এক সঙ্গে কাছে পেয়ে আত্মীয়স্বজন খই, ধান, দুর্বা ঘাস, মঙ্গলপ্রদীপ, শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে তাঁদের বরণ করে নেন।

শুভ্রা মুখার্জির পিসতোতো ভাই (ফুফাতো ভাই) কার্তিক ঘোষ প্রথম আলোকে বলেন, শুভ্রা মুখার্জি ৪ বছর বয়সে বাবার বাড়ি ভদ্রবিলা থেকে চলে যান তুলারামপুরে তাঁর মামার বাড়িতে। সেখানে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে চলে যান ভারতে। তারপর ১৯৯৫ সালে একবার এবং ২০১৩ সালে আরেকবার তিনি এসেছিলেন জন্মভূমিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ