বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

Bd & Saনজরুল ইসলাম লাবলু, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : বৃষ্টিতে পরিত্যক্ত হল বাংলাদেশ-দক্ষিন আফ্রিকার দ্বিতীয় টেষ্টের দ্বিতীয় দিনের খেলা। ৩১ জুলাই শুক্রবার দুপুর ১২টায় ম্যাচ অফিশিয়ালরা জানিয়ে দেন এই সিদ্ধান্ত। সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘কোমেনে’র প্রভাবে বৃষ্টিস্নাত রাজধানী ঢাকা। দুদলের খেলোয়াড়েরাও বৃষ্টি দেখে প্রয়োজনীয়তা অনুভব করেননি হোটেল ছেড়ে মাঠে আসার।

এদিকে, ঘূর্ণিঝড় ‘কোমেন’ শুক্রবার সকাল ছয়টার দিকে সন্দ্বীপ দিয়ে চট্টগ্রাম উপকূল পার হয়েছে। এটি দুর্বল হয়ে পড়লেও এর কারণে বৃষ্টি ঝরছে দেশজুড়ে​ই। এর প্রভাবে কাল শনিবারও বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বাংলাদেশ তুলেছে ২৪৬ রান। তবে সাজঘরে ফেরত গেছেন বাংলাদেশের আট ব্যাটসম্যান। কাল দিন শেষে ১৩ রান নিয়ে উইকেটে ছিলেন এই মুহূর্তে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান নাসির হোসেন।

চট্টগ্রামে বৃষ্টির কারণে তিন দিনের পর আর খেলা হয়নি। ঢাকা টেস্টও শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়েই। এই টেস্টের কপালেও এমন কিছু লেখা আছে কি না, সেটাই এখন দেখার বিষয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু শঙ্কা জাগাচ্ছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ