সেনাবাহিনী পাঠিয়ে মিশনে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে বাংলাদেশ

Chiefনিউজ ডেস্ক, এবিসি  নিউজ বিডি, ঢাকাঃ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী পাঠিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এ ভূমিকার কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ একটিপ্রতিশ্রুতিশীল উন্নয়নকামী ও শান্তিপ্রিয় মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে।’
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৬৮তম বিএমএ দীর্ঘমেয়দী এবং ৩৯তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ৮১ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে, সাতজন ক্যাডেট ফিলিস্তিন সেনাবাহিনীতে এবং দুইজন নেপালি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ আতিকুজ্জামান ৬৮ তম বিএমএ দীর্ঘমেয়দী কোর্সে সেরা চৌকষ ক্যাডেট বিবেচিত হন এবং ‘সোর্ড অব অনার’ লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ