কৌতুক অভিনেতা পাপ্পু’র দাফন সম্পন্ন

b30b26704978d7a025d05adfdd856f21-Pappuবিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : কৌতুক অভিনেতা রাশেদ রানা পাপ্পু’র দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর লালবাগের কাজী দেওয়ান তালগাছওয়ালা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে জনপ্রিয় এই কৌতুক অভিনেতা ২৯ জুন সোমবার ভোরে সেহরি খাওয়ার পরপরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি লালবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগের কাজী দেওয়ান তালগাছওয়ালা মসজিদে পাপ্পুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। চার মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না।

বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’য় অংশ নিয়ে সবার কাছে পরিচিতি পান পাপ্পু। এই ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক আব্দুন নূর তুষার প্রথম আলোকে বলেন, ‘পাপ্পু অনেক শক্তিশালী একজন অভিনেতা। কোনো বিষয় একবার বুঝিয়ে দিলেই সে খুব দ্রুত তা আয়ত্ত করে নিতে পারতেন। তা ছাড়া খুব সহজে অন্যকে অনুকরণও করতে পারতেন।

মৃত্যুকালে পাপ্পু স্ত্রী নিপা ও এক সন্তানকে (আবির) রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ