তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ

Footballস্পোর্টস রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : চিত্রনাট্যের পুরোটাই ছিল বাংলাদেশের পক্ষে। পুরো খেলায় বাংলাদেশের আধিপত্য। খেলায় গোল করে এগিয়ে বাংলাদেশ, প্রতিপক্ষ দশজনের দলের পরিণত হওয়া, তবুও এই ম্যাচের বিজয়ী দল বাংলাদেশ নয়। সেই ডেড বল, সেই সেট পিস। সর্বোপরি সেই রক্ষণাত্মক ফুটবল খেলে চাপ নিজেদের ওপর নিয়ে নেওয়া।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক অবাক হয়ে দেখল, কীভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কীভাবে একটা নিশ্চিত জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দিতে পারে। খেলাটা ১-১ গোলে ড্র হয়েছে ঠিকই, কিন্তু এই ড্র’তো বাংলাদেশের জন্য হারের শামিলই।

এই ম্যাচটা পুরোটাই ছিল বাংলাদেশের। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে আগের ম্যাচেই কিরগিজস্তানের বিপক্ষে হারের পর তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বাঁচা-মরার লড়াই হিসেবেই নিয়েছিল মামুনুল বাহিনী। প্রথম থেকে শরীরী ভাষায় মরিয়া ভাবটা ছিল দারুণভাবেই। খেলার ২৫ মিনিট পর্যন্ত তো তাজিক ফুটবলারদের পায়ে বলই দেখা যায়নি। অসম্ভব আক্রমণাত্মক হয়েও ভালো ফিনিশারের অভাবে কাজের কাজটা করতে পারেনি বাংলাদেশ। কিন্তু গোল করার প্রচেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না। বা প্রান্তে দুর্দান্ত খেলছিলেন তরুণ-তুর্কি জুয়েল রানা। হেমন্তও ছিলেন আজ স্বরূপে উজ্জ্বল। অধিনায়ক মামুনুল একের পর এক বল বাড়িয়ে দিচ্ছিলেন আক্রমণভাগের দিকে। কিন্তু কাজের কাজটা হচ্ছিল না। সবকিছু আটকে যাচ্ছিল মূলত একটা জায়গায় গিয়ে। জাহিদ হাসান এমিলিকে দেশের ‘সেরা’ স্ট্রাইকার বলা হয়। কিন্তু প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণগুলো আটকে যাচ্ছিল তার কাছে গিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ