ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা

f5ef29b476b4f977f468c7f3614b5f16-10th-CityCell-music_insideবিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : দেশের বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মানা দেওয়া হয়েছে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় ১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

রাজনৈতিক অস্থিরতাসহ আরও নানা কারণে কয়েক দফা পেছানোর পর অবশেষে গতকাল অনুষ্ঠিত হলো এই মিউজিক অ্যাওয়ার্ড। সংগীতের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি দিতে বিচারকদের রায়ে ও শ্রোতাদেও ভোটে মোট ১৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

তারাঝলমলে জমকালো এ আয়োজনে ফেরদৌসী রহমানের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশন তাসলিম আহমেদ, কণ্ঠশিল্পী মুস্তাফা জামান আব্বাসী ও সাবিনা ইয়াসমিন।

পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে ফেরদৌসী রহমানকে। সম্মাননা গ্রহণ করার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌসী রহমান বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। আজকের পুরস্কারটি আমার জীবনের স্মরণীয় পুরস্কার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ