বুধবার জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

hartalআনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি :
ঢাকা : আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদন্ড বহাল থাকার প্রতিবাদ এবং তিনিসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল দিয়েছে জামায়াত। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা মুজাহিদের ফাঁসি বহাল রেখে আজ সকালে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যেও বেঞ্চ।

রায় ঘোষণার পর বিবৃতি দিয়ে হরতাল ডাকে জামায়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ