সরকার গণতন্ত্রের বিপরীতে উন্নয়নকে দাঁড় করাচ্ছে : বিএনপি

bnp-logoআজমী আনোয়ার, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার গণতন্ত্রের বিপরীতে উন্নয়নকে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, উন্নয়নের নামে সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
সম্প্রতি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, বাংলাদেশে শেখ হাসিনাও সে পথে এগিয়ে যাচ্ছেন। এই গণতন্ত্র আমরা মেনে চলব।’
নাসিমের এই বক্তব্যের সমালোচনা করে আসাদুজ্জামান বলেন, উন্নয়নের বিপরীতে গণতন্ত্রকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র কখনো উন্নয়নের প্রতিপক্ষ হতে পারে না। এটা অত্যন্ত ভয়াবহ ও স্বৈরশাসকের চিন্তাভাবনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সীমিত গণতন্ত্রের নামে মানুষের সাংবিধানিক অধিকারকে আইনি কাঠামোতে এনে আরও সংকুচিত করতে চায় কি না—তা স্পষ্ট করার দাবি জানান তিনি। তিনি বলেন, মালয়েশিয়া আর বাংলাদেশের প্রেক্ষাপট এক নয়। গণতান্ত্রিক চেতনা নিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না বলেই কম গণতন্ত্রের কথা বলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা ও উন্নত চিকিৎসার জন্য বিএনপি সরকারের সহায়তা চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ