খিলগাঁওয়ে অগ্নিকাণ্ডে দম্পতি নিহত

61981083রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর খিলগাঁওয়ে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে অগ্নিকাণ্ডে জাইকা কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে ওই দম্পত্তির এক সন্তান।

রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় সাড়ে ৭টার দিকে সিরাজ উল্লাহ, তার স্ত্রী কানিজ ফাতেমা ও সন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এবিসি নিউজ বিডিকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কানিজ ফাতেমা এবং দুপুর সোয়া ১টার দিকে সিরাজ উল্লাহ মারা যান।

“তাদের ছেলে সিফাতের অবস্থাও আশঙ্কাজনক।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাত তলা ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটের একটি কক্ষে আগুন ধরে যায় বলে জানান তিনি।

কানিজের ভগ্নিপতি ইলহামুল ইসলাম কনক এবিসি নিউজ বিডিকে জানান, নিহত সিরাজ উল্লাহ জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) একটি প্রকল্পের ফিল্ড কনাসালটেন্ট। এর আগে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় সিরাজ-কানিজ দম্পত্তির আরেক সন্তান সিহাব ওই ফ্ল্যাটে থাকলেও সে অক্ষত রয়েছে জানান তিনি।

কানিজের গ্রামের বাড়ি নোয়াখালী আর সিরাজ উল্লাহর বাড়ি ফেনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ