সরকার নিরাপত্তা দেয়ায় খালেদা ফিরতে পেরেছেন : ইনু

hasanul haque inu হাসানুল হক ইনুমেহেদী আজাদ মাসুম, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার নিরাপত্তা দেয়ার কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হামলা থেকে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু।

তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন তিনি। বৃহস্পতিবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খালেদার প্রচারণাকালে সরকার সমর্থকদের যে হামলা হয়েছে তা নিন্দনীয়। তবে খালেদা জিয়াকে কড়া নিরাপত্তা দেয়ার কারণেই তিনি অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছেন -সাংবাদ সম্মেলন এমন দাবিও করেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সহিংসতা-নাশকতা সৃষ্টির অভিযোগ এনে তার (খালেদার) রাজনীতিতে থাকা তাই উচিত নয় বলেও মন্তব্য করেন। গণতন্ত্রের জন্য তিনি (খালেদা) উপযুক্ত নন বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদার সৃষ্ট আগুন-সন্ত্রাস ও আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সবার উচিত তার বিরুদ্ধে মামলা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ