মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় সন্ত্রাসীদের হামলা জিডি নেয়নি থানা, কমিশনারের কাছে অভিযোগ

pulishসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাড়ি দখলের উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসাভবনে সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় থানার কোন প্রকার সহযোগিতা না পেয়ে ঐ ব্যবসায়ী এব্যাপারে পুলিশ কমিশনার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার ভোরে স্থানীয় চিহ্নিত একদল সন্ত্রাসী ব্যবসায়ী মো. আব্দুস সালাম মিয়ার মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ৫৮২ দাগের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা এসময় দেয়াল ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান আশবাব পত্র ভাংচুড় ও ক্ষতিসাধন করে। লিখিত অভিযোগে আরো বলা হয়, ব্যাসায়ীর পরিবারের চিৎকারে এসময় আশ-পাশের লোকজন ছুটে এলে সন্ত্রসীরা পালিয়ে যায়।
পত্রে তিনি অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় মোহাম্মদপুর থানায় সকালে জানালেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি থানায় সাধারণ ডাইরী করতে গেলে তাও নেয়নি পুলিশ। বিষয়টি জানিয়ে শনিবার দুপুর ১২টায় পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন আব্দুস সালাম মিয়ার ছোট ভাই মো. আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ