পরিস্থিতির উন্নতি হলেই নাইট কোচ

asaduzaman Kamalমেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের কোথাও চলাচল করবে না নাইট কোচ। রাত ৯টার মধ্যেই পৌছাতে হবে নির্ধারিত গন্তব্যে। তবে পন্যবাহী ট্রাকের ক্ষেত্রে নেই কোন বিধি নিষেধ।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেও এসব কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দেশের সার্বিক অবস্থা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। সড়ক পথের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। কিছু কিছু স্থানে বিশেষ করে রংপুর ও রাজশাহীর কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এসব জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতির উন্নতি হলেই সারা দেশে পূর্বের ন্যায় আবার দিন-রাত বাস চলাচল করবে। আপাতত দেশের কোথাও নাইট কোচ চলাচল করবে না। দিনে চলাচল করা বাস অবশ্যই রাত ৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌছাতে হবে। পন্যবাহী ট্রাকের ক্ষেত্রে কোন বিধি নিষেধ নেই বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ