ইরাকে ১৫০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

usa logoআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইরাকে আরও দেড় হাজার সেনা পাঠানো হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য এই সেনাদের পাঠানো হবে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট দপ্তর থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে ৫৬০ কোটি ডলার চাইবে। এর মধ্যে ইরাকে স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ ও তাঁদের অস্ত্র সরবরাহে ১৬০ কোটি ডলারের তহবিলটিও অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ