উদ্দেশ্যমূলকভাবে ঢাবিতে ইংরেজী ভর্তি পরীক্ষার কঠিন প্রশ্নপত্র : শিক্ষামন্ত্রী

Edu Ministerমনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দুজন পরীক্ষার্থী পাশ করারকে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে ঢাবিতে ইংরেজী ভর্তি পরীক্ষায় কঠিন প্রশ্নপত্র করা হয়েছে।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজির প্রশ্ন উদ্দেশ্যমূলকভাবে কঠিন করা হয়েছে। যে কারণে মাত্র দু’জন শিক্ষার্থী ভর্তিও যোগ্যতা অর্জন করেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে। সেখানে কীভাবে দু’জন ইংরেজিতে পাস করলো সেটা দেখার বিষয়। ফেল করানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দুইজনকে দিয়েই ক্লাস নিতে পারে তাহলে করুক। এটাই যদি তাদেও নৈতিকতা হয় তাহলে সেটা তারা করতে পারে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে।’

তিনি বলেন, কতিপয় শিক্ষক লোভে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থকে হেয় প্রতিপন্ন  করতে জটিল প্রশ্ন করেছে । আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্বশীল হবেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাদেরকে অনিশ্চয়তা না ফেলতে বিশ্ববিদ্যাগুলোর প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।

ড. জাফর ইকবালের উদ্ধৃতি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং ব্যবসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই জড়িত। প্রতিবছর ৩২ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য হয়। ভর্তি বাণিজ্য বিশাল লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শিক্ষার মানের শেষ নেই। মান রাতারাতি অর্জিত হবে না। যারা বলেন, শিক্ষার মান কমে যাচ্ছে, তারা প্রমাণ দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ