কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার হোন্ডা আইফোন ছিনতাই করলো জবি ছাত্রলীগ নেতা

মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,

ঢাকা : ক্যাম্পাসে আমন্ত্রন জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মাহমুদুল আসাদ রাসেলকে মারধর করে তার হোন্ডা, আইফোন ও ২০ হাজার টাকা ছিনতাই কওে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতরা। চাঞ্চল্যকর এ ঘটনায় আহত রাসেলকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এঘটনা ঘটে।

Catroligহামলার শিকার রাসেল জানান, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। নির্দিষ্ট সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে আসলে সিরাজের নির্দেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির, সহ-সভাপতি হিমেলুর রহমান হিমেল, ছাত্রলীগ নেতা তুহিন, সবুজ, রাজসহ ২৫ থেকে ৩০ জন কর্মী তাকে বেদম প্রহার শুরু করেন।

একপর্যায়ে তার সঙ্গে থাকা এফজেড মোটরসাইকেল, আইফোন এস-৪ এবং নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। সেখান থেকে তিনি দৌড়ে কোতোয়ালী থানায় আশ্রয় নেন। পরে পুলিশের পাহারায় তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের অনুষ্ঠানে জবি শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে তারা আমাকে মারধর করছে বলে মনে হচ্ছে। তাছাড়া, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ