স্যামসাং এস৫ এর দাম কমল

samsung star proতথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস৫ এর দাম সীমিত সময়ের জন্য কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ৬০ হাজার টাকা দামের এস৫ সীমিত সময়ের জন্য ১৫ হাজার টাকা ছাড়ে বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে গ্যালাক্সি এস৫ এবং গ্যালাক্সি নোট৩ এখন ছাড়ে পাবেন ক্রেতারা। ৬০ হাজার টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এস৫ কিনতে পারবেন ৪৫ হাজার টাকায় এবং ৬৩ হাজার টাকা দামের গ্যালাক্সি নোট৩ কিনতে পারবেন ৪৮ হাজার টাকায়। এ ছাড়াও স্যামসাং গ্যালাক্সি স্টার প্রো পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়।

গ্যালাক্সি এস৫ এবং নোট৩ ছাড়ে পাওয়া যাবে এককালীন দাম পরিশোধ করলে। কিস্তিতে কিনলে এই সুবিধা পাওয়া যাবে না।

বাংলাদেশে এ বছর ১১ এপ্রিল গ্যালাক্সি এস৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে স্যামসাং। স্মার্টফোনটিতে আছে ৫.১ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬ এমপি ক্যামেরা সুবিধা। অক্টা কোর প্রসেসরের স্মার্টফোনটিতে অটো ফোকাস, এইচডিআর, এইচডি ভিডিও, ইমেজ রেকর্ডিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ধূলি ও পানি প্রতিরোধের ব্যবস্থার মতো ফিচার রয়েছে। গ্যালাক্সি নোট৩ এ আছে ৫.৭ ইঞ্চি মাপের ডিসপ্লে, ১.৯ গিগাহার্টজ প্রসেসর, ৩ জিবি র্যাম, স্টোরি অ্যালবামসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ