ডি-৮ ট্রেড কাউন্সিলে ৩০ ভাগ মূল্য সংযোজন দাবী করা হবে : তোফায়েল

সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ডি-৮ এর ‘২য় ট্রেড মিনিষ্টার কাউন্সিল মিটিং’-এ সদস্য দেশগুলোর কাছ থেকে শতকরা ৩০ ভাগ স্থানীয় মূল্য সংযোজন সুবিধা দাবী করা হবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বানিজ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশে সফররত ডি-৮ এর মহাসচিব ড. সাঈদ আলী মোহাম্মদ মৌসাভী’র সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যাক্ত করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

আগামী ২০-২১ অক্টোবর তুরষ্কের ইস্তাম্বুলে এ মিটিং অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডি-৮ এর প্রতিষ্ঠাতা সদস্য।

বানিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েই চলছে। পৃথিবীর অনেক দেশ এখন বাংলাদেশকে ডিউটি ফ্রি সুবিধা দিচ্ছে। বঙ্গবন্ধ একদিন শুণ্যহাতে দেশের হাল ধরেছিলেন। আজ দেশের রপ্তানি ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার (বিসিআইএম) ইকোনমিক করিডোর প্রতিষ্ঠা হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাণিজ্য আরো গতিশীল হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ডি-৮ এর অন্যান্য সদস্যদেশ পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান এবং তুরষ্ক -এর কাছে এ সুবিধা দাবী করে আসছে। মন্ত্রী বলেন, ডি-৮ মহাসচিব এ বিষয়ে সবধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন। আশা করা হচ্ছে, বাংলাদেশ আগামীতে ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোতে শতকরা ৩০ ভাগ স্থানীয় মূল্য সংযোজন সুবধিা পাবে। এর ফলে দেশগুলোতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়বে।

(মেহদী/ ২৬ আগষ্ট ২০১৪)

 

 

tofa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ