শুরুতেই আল-আমিনের আঘাত

dcaস্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : আজও শুরুতে আঘাত হেনেছেন আল-আমিন। গ্রেনাডায় দ্বিতীয় ওয়ানডেতে এই দৃশ্য দেখতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল-আমিনকে।

বাংলাদেশি এই পেসার নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে উপড়ে ফেলেন কার্ক এডওয়ার্ডসের স্টাম্প। ৪ ওভার শেষে ১ উইকেটে ৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওয়ানডেতেও দুধর্ষ বোলিং শুরু করেছিলেন আল-আমিন। তার আঘাতেই ওয়েস্ট ইন্ডিজ এক সময় ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই অবস্থা থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আজ অবশ্য টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকদেরই। মেঘলা আবহাওয়ার সুবিধা নিতে চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ দলে একটা পরিবর্তনও আছে। তাসকিন আহমেদের বদলে দলে এসেছেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। গ্রেনাডার ধীরগতির উইকেট আজও স্পিনারদের বাড়তি সুবিধা দেবে বলেই এই পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ