সম্প্রচার নীতিমালা পুড়িয়ে দিল সাংবাদিকরা

Pic-1জান্নাতুল ফেরদৌস, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : গণমাধ্যম নিয়ন্ত্রনের উদ্দেশ্যে মন্ত্রিসভায় অনুমোদিত সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের জন্য ‘কালো অধ্যায়’ আখ্যায়িত করে নীতিমালার কপিতে আগুন দিয়েছেন বিক্ষুব্দ সাংবাদিকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের আায়জিত বিক্ষোভ সমাবেশ শেষে নীতিমালার কপিতে এই আগুন দেওয়া হয়। এর আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের জন্য ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করা হয়। একই সঙ্গে বিক্ষুব্দ সাংবাদিকরা এই নীতিমালা না মানার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকার সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এ সমাবেশের নেতৃত্ব দেয়।

সমাবেশ থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণমাধ্যমের ‘স্বাধীনতার শত্রু’ হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে পাস হওয়া নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত যাতে তথ্যমন্ত্রীকে জাতীয় প্রেসক্লাবে দেখা না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, এই নীতিমালা প্রতিহত করতে না পারলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। তাই রক্ত দিয়ে হলেও তারা এই নীতিমালা প্রতিহত করবেন। সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তাই এটা কোনোভাবেই মানা হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ। বক্তারা জানান, এই নীতিমালা বাতিলের দাবিতে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে। পাশাপাশি গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা, সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময় সভা করা হবে। শেষে বৃহত্তর একটি সমাবেশের আয়োজন করা হবে।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’র খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ