যুদ্ধাপরাধ-বিষয়ক মার্কিন দূত স্টিফেন কাল ঢাকায় আসছেন

styfan j rapসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : যুদ্ধাপরাধ-বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। তিন দিনের এ সফরকালে তিনি মানবতা বিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।

কূটনীতিক সূত্রে জানা গেছে, পঞ্চমবারের মতো ঢাকা সফরের সময় স্টিফেন র‌্যাপ আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিদের সঙ্গে মানবতা বিরোধী বিচার-প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া শেষে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মির কাসেম আলীসহ পাঁচজনের মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

গত চারবারের ঢাকা সফরের সময় প্রতিবারই একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যাপারে মার্কিন সরকারের সমর্থনের কথা জানান স্টিফেন জে র‌্যাপ। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পদ্ধতিগত ত্রুটির বিষয়গুলোও খোলামেলাভাবে জানিয়েছেন মার্কিন এই বিশেষ দূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ