কেক কেটে উল্লাস না করার আহ্বান মায়ার

Maya Chowসিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,

ঢাকা : জাতীয় শোক দিবস ১৫ আগস্টে কেক কেটে উল্লাস না করার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ত্রান মন্ত্রী বলেন, কেক কেটে উল্লাস করলে ইহকালে না হলেও পরকালে খালেদা জিয়াকে জবাব দিতে হবে। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না উল্লেখ করে আন্দোলনের হুমকি দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।
মির্জা ফকরুলকে উদ্দেশ্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, তাদের (বিএনপি) একজন নেতা হুমকি দিয়ে দেশের বাইরে চলে গেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ