সন্দেহভাজন ধর্ষককে জীবন্ত কবর

boliviaবলিভিয়ায় সন্দেভাজন এক ধর্ষককে গ্রামবাসী জীবন্ত কবর দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

রাজধানী লা পাজের ৩৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কোলকুয়েছাচা শহরের নিকটবর্তী একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছরের এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তরুণ সান্তোস র্যা মোসকে (১৭) জীবন্ত কবর দেয়া হয়।

বলিভিয়ার চিফ প্রসিকিউটর জানান, বিক্ষুব্ধ দুই শতাধিক গ্রামবাসী ওই তরুণকে ধরে নিহত নারীর কবরে ফেলে মাটি চাপা দেয়।

এই ঘটনার পর পুলিশ যাতে ওই এলাকায় ঢুকতে না পারে সেজন্য গ্রামবাসী সড়ক অবরোধ করে রেখেছে বলে জানান তিনি।

স্থানীয় একটি রেডিওর এক প্রতিবেদক জানান, নিহতের শেষকৃত্যের সময় পাশে র্যা মোসকে বেঁধে রাখা হয়। এরপর নিহতের কফিনের পাশে তাকে ছুড়ে ফেলে কবরটি মাটি দিয়ে ঢেকে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ