ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি খালেদার

 মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজKhaleda2, ঢাকা : আবারও ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, মহাসংকটে দেশ। জনগণের মুক্তির লক্ষ্যে ঈদের পর সকলে ঐক্যবদ্ধ হয়ে জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর হোটেল পূর্বাণীতে সোমবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ ২০ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বেগম জিয়া বলেন, ‘গুম-খুনে প্রশাসনিক কাঠামো ভেঙ্গে পড়েছে। জালিম ও অত্যাচারী সরকারকে উৎখাতে আন্দোলনের বিকল্প নেই। এই সরকারকে উৎখাত করতে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ