ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

 Army-police-300x191রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে ২০ কার্য অধিবেশনে ৩০৭ টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। রোববার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। সম্মেলনে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব, সচিব ছাড়াও কিছু সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। জ্যেষ্ঠি একজন মন্ত্রী এতে সভাপতিত্ব করবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। জেলা প্রশাসকদের এ সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কাযর্ক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম সৃজন ও দারিদ্র্যবিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তথ্য ও  যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান ও শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষরণ দূষণ ও রোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সম্মেলনে ২০টি কার্য অধিবেশনের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান, রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা ছাড়াও একটি সমাপনী অধিবেশন থাকবে বলে জানান মোশাররাফ হোসাইন। সচিব বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি মাঠ পর্যায়ে সমন্বয় করে থাকেন জেলা প্রশাসকরা। এই সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকদের মুখোমুখি কথা বলার সুযোগ হয়। মন্ত্রী এবং সচিবরা তাদের কথা শুনে সরাসরি পরামর্শ দিতে পারেন। জেলা প্রশাসকরা লিখিতভাবে প্রস্তাব দেন। আমরা সেটা মন্ত্রণালয়ভিত্তিক প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। এর বাইরেও জেলা প্রশাসকরা তাৎক্ষণিকভাবে প্রস্তাব দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ