সবচেয়ে যৌন আবেদনময়ী দীপিকা

depika padukon দেপিকা দীপিকাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হচ্ছেন বিশ্বের যৌন আবেদনময়ী মহিলা। এফএইচএম ম্যাগাজিনের তরফে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষা থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। এই ম্যাগাজিনের এবারের প্রচ্ছদে দীপিকার ছবি প্রকাশ করা হয়। বুধবারই এই ছবি জনসমক্ষে আসে। এছাড়াও ওই ম্যাগাজিনে আরও ১০০ জন সেক্সি মহিলার তালিকা প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে দীপিকার প্রতিক্রিয়া নিতে গেলে তিনি বলেন, আমার আপাত সৌন্দর্য দেখে নয়, লোকে তাঁকে তার কাজ দেখে ভোট দিয়েছে। এছাড়া তিনি আরও বলেন, তাঁর করা ছবিই তাঁকে বিভিন্ন ভাল ভাল ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট পেতে সাহায্য করেছে। তিনি তাঁর এই সাফল্যের সমস্ত কৃতিত্বটাই তাই নিজের করা ছবির চরিত্রগুলিকে উৎসর্গ করেছেন। দীপিকার ভাষায়, গত দু-তিন বছরে তিনি যা কাজ করেছেন, যে ধরণের চরিত্রে অভিনয় করেছেন প্রতিটাই একে অপরের থেকে একেবারে আলাদা। আর এই কাজই আজ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে দাবি দীপিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ