এবার জিরো ফিগারে পরিণীতি

Porineeti Chopra পরিনিতি চোপড়াবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হাসিখুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন। তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগে জানা গেছে অভিনেত্রী সোনাম কাপুর সালমন খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তার নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তার ফিগারে খুব একটা খুশি নন তিনি আরও ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ স্বপ্ননগরীর নায়িকারা এবার আবার করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ