৫ দিনেই ১শ’ কোটি

yjhd2বিনোদন ডেস্ক, এবিসি নিউজ  বিডি, ঢাকা : মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির শিবিরে ঢুকে গেল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ৩১ মে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জির ছবি। মঙ্গলবার ৪ জুন পর্যন্ত বক্সঅফিসে জমা পড়েছে ১১১ থেকে ১১৪ কোটি। এর আগে মাত্র তিনটি ছবি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই জায়গা করে নিয়েছিল একশো কোটির শিবিরে।

মঙ্গলবার পর্যন্ত ভারতে ‘ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানি’র আয় ছিল ৮৬ কোটি। সারা বিশ্ব থেকে ছবির ঝুলিতে ঢুকেছে ২৫ কোটি। শুধু তাই নয় গত সপ্তাহে হলিউড টপ টেনেও জায়গা করে নিয়েছিল রণবীর-দীপিকার ব্লকবাস্টার।

এর আগে পাঁচ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল এক থা টাইগার(১২৭ কোটি), রা ওয়ান(১২৩ কোটি) ও দাবাং টু(১২২ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ