ক্যামেরুনের সাত খেলোয়াড়ের বিরুদ্ধে বিশ্বকাপে পাতানো ম্যাচ খেলার অভিযোগ

ক্যামরেুন1-300x165স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্যামেরুনের সাত খেলোয়াড়ের বিরুদ্ধে বিশ্বকাপে পাতানো ম্যাচ খেলার অভিযোগ তদন্তে নেমেছে দেশটির ফুটবল ফেডারেশন ফিকাফুট। তবে অভিযুক্তদের নাম এখনো প্রকাশ করা হয়নি। ফিকাফুট বলছে, অভিযোগ তদন্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সঠিক বিষয়টি প্রমাণ করতে হবে। বিশেষ করে মানাউসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলে হারাটা। সংস্থাটি জানায়, সম্প্রতি ব্রাজিল বিশ্বকাপ ২০১৪-র তিন ম্যাচে পাতানোর অভিযোগ, বিশেষ করে ক্রোয়েশিয়ার ম্যাচটি- আমাদের সাত খেলোয়াড়ের অস্তিত্বের ব্যাপার। প্রশাসন মূল্যবোধ ও নৈতিকতার বিরুদ্ধে আপস করবে না। আমরা সাধারণ মানুষকে জানাতে চাই, ফিফার এর সঙ্গে এখনো যুক্ত না হলেও ক্যামেরুন ফুটবল প্রশাসন ইতোমধ্যে নীতি নির্ধারক কমিটিকে অভিযোগ তদন্তে নির্দেশ দিয়েছে। ফিকাফুটের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জোসেফ ওয়াওনা বলেন, আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এই অভিযোগের সঠিককতা স্বল্প সময়ের মধ্যে প্রমাণ করতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ