বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশমুখী: মাহমুদ আলী

Abul Hasan Mahmud Ali আবুল হাসান মাহমুদ আলীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশমুখী। আজ রোববার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় একজন সাংসদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, এ দেশের পররাষ্ট্রনীতি পূর্ব, পশ্চিম না ভারতমুখী—তা অস্পষ্ট। জাতি এটা পরিষ্কারভাবে জানতে চায়।

উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুবই স্পষ্ট। এ দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশমুখী। বঙ্গবন্ধুর সময় যে পররাষ্ট্রনীতি ছিল, এখনো তা-ই আছে। আর তা হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।

রুস্তম আলী ফরাজী মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, প্রবাসী শ্রমিকেরা বিদেশে যথেষ্ট সেবা পাচ্ছেন না। সে জন্য এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছাঁটাই করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ