শনিবার খোলা থাকবে সব ব্যাংক

bangladesh bank বাংলাদেশ ব্যাংকরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ করদাতাদের আয়কর দেয়ার সুবিধার্থে আগামী ২৮ জুন শনিবার দেশের তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে চলতি বছরের জুন মাসের জমাকৃত পে-অর্ডার চেক ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আয়কর জমা দেয়ার সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক তফসিলি ব্যাংকের শাখাসমূহ আগামী ২৮ জুন শনিবার খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ