ম্যাচ জয়ের আনন্দে মদপানে ৫ তরুণের মৃত্যু

wine ওয়াইনআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইকুয়েডোরে মদপান করে ৫ তরুণ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ফুটবল বিশ্বকাপে ইকুয়েডোর হন্ডুরাসের বিরুদ্ধে জয় পাওয়ার পর উদযাপন করতে গিয়ে মদপান করে মারা যান তারা। এদের সবার বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। এ সময় অসুস্থ হয়ে আরো দুইজন হাসপাতালে ভর্তি হন। হন্ডুরাস দলটি এই প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে সবার নজর কেড়েছে। তারা ইকুয়েডোরের বিপক্ষে ভালোই খেলেছে। তবে শেষ পর্যন্ত ইকুয়েডোরের কাছে ২-১ গোলে হেরে গেছে। এর ফলে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডোর গ্রুপ-ই’তে তাদের অবস্থান এখন দ্বিতীয়। এর আগে ২০১৩ সালে দেশটির একটি আদালত মদপান করে ৫০ জন মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে একবছর ও অন্য আরেক ব্যক্তিকে ছয় মাস কারাদণ্ড দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ