স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Gazipur গাজীপুররিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুরঃ স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে উপজেলার নয়াপাড়া থেকে শুক্রবার দুপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র সরকার (১৮) এলাকার মদন চন্দ্র সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে,  এলাকার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ২ জুন রাতে ঘরে একা পেয়ে স্বপন চন্দ্র সরকার, সজিব চন্দ্র, অজয় চন্দ্র ও প্রদীপ চন্দ্র সরকার নামে চার যুবক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার আশ্বাস দেওয়া হলেও ধর্ষিতার পরিবার কোনো বিচার পায়নি। গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষণকারী চার যুবকের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। কালিয়াকৈর থানার এসআই মো. সজিব হোসেন বলেন, মামলার প্রধান আসামি স্বপন চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ