যৌন হয়রানির স্বীকার হিমু !

homayra-himu হোমায়রা হিমুবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেশ অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী হোমায়রা হিমু। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে অভিনেত্রী হোমায়রা হিমুকে ফোন করে ও ম্যাসেজ পাঠিয়ে বিভিন্ন রকমের অশ্লিল প্রস্তাব দিচ্ছে এক অজ্ঞাত ব্যক্তি। নতুন খবর হলো এখন্ও হিমুর পিছু ছাড়েনি সেই অজ্ঞাত ব্যক্তি। হিমু বলেন, ‘আজ ১৫ জুন। আজকেও ১০বার ফোন করেছে সেই ব্যক্তি। ফোন রিসিভ করলেই আজেবাজে কথা বলতে থাকে। এর আগে কখনোই এরকম বিড়ম্বনার মধ্যে পড়িনি।’ এ ব্যাপারে কি থানায় যোগাযোগ করেছেন জানতে চাইলে হিমু বলেন, ‘আমি র‌্যাবে ফোন করেছিলাম। পরে ডিবি অফিসার ডিএ তায়েব ভাইকে বিষয়টি জানিয়েছি। এর পর নাম্বারটি ব্লক করে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে, এর পর যে কোনো অপরিচিত নাম্বার থেকে ক্রমাগত ফোন আসছে। তবে আমি মনে করি, প্রযুক্তির যুগে ফোন নাম্বার দিয়ে কাউকে খুঁজে বের করা কঠিন কাজ নয়। এ রকম সমস্যা চলতে থাকলে আমি আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো।’ বর্তমানে ঈদের নাটক ও বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ