নিখোঁজ বিমানের যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

Malaysia biman মালয়েশিয়ান বিমানআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বহুল আলোচিত মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের যাত্রীদের পরিবারগুলোকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার ইউএস ডলার দেওয়া হয়েছে। এ পর্যন্ত মালয়েশিয়ার ছয়টি ও চীনের একটি পরিবার এ টাকা গ্রহণ করে। তবে নিখোঁজ হওয়া ২৩৯ জন যাত্রীদের পরিবারগুলো তাদের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার ইউএস ডলার সহয়তার দাবি করছে।   এর আগে গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ান বিমান এমএইচ-৩৭০ নিখোঁজ হয়। বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ালেও এখনো পর্যন্ত বিমানের কোনো হদিস পাওয়া যায়নি। মালয়েশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন জোর গলায় বলেন, এখনো পর্যন্ত সরকার বিমানটি নিখোঁজ হওয়ার ঘোষণা দেয়নি।   তিনি নিখোঁজ হওয়া যাত্রীদের পরিবারগুলোর পূর্ণ ক্ষতিপূরণ প্রসঙ্গে বলেন, এখনো পর্যন্ত বিমানটির খোঁজে তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ঘোষণা আসবে যে, বিমানটির তল্লাশি অভিযান শেষ, বিমানটি আর খুজেঁ পাওয়া যাবে না- ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে পূর্ণ ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ