মালয়েশিয়াগামী ২৯২ যাত্রী উদ্ধার, নিখোঁজ ১২

Cox bazar map কক্সবাজার ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কিছুতেই সাগর পথে থামানো যাচ্ছে না স্বপ্নবাজদের মরণযাত্রা। স্বপ্নের মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিশ্চিত মৃত্যুকে হাত ছানি দিয়ে যাত্রা করেন তারা। কেউ মাঝ পথে মারা যাচ্ছেন, আবার কেউ আহত কিংবা কারাগারে বন্দি হচ্ছেন। এরপরেও থামছে না সাগর পথে অবৈধ যাত্রা। তেমনি এক ঘটনায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের অদূরে ৩১১জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী জাহাজ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় বিজিপি ও মানব পাচারকারীদের পৃথক হামলায় নিহত সাত জনের লাশ উদ্ধার করেছে। গুলিবিদ্ধ ৬০ জনসহ ২৯২ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১২ মালয়েশিয়াগামী যাত্রী। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে.কাজী হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ডের কয়েকটি টিম তাদের উদ্ধার করে সেন্ট মার্টিনের তীরে নিয়ে এসেছে। জাহাজ থেকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে সাত জন যাত্রীর লাশ। তারা হচ্ছেন বগুড়ার সাইফুল, যশোরের রুবেল, সেলিম, সিরাজগঞ্জের মনির হোসেন, মো. ইসলাম, আর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত থাইল্যান্ডের নাগরিক ও জাহাজের ক্রু চেং ও মং কে আটক করেছে কোস্টগার্ড। তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী বহন করা নিয়ে তর্কের সূত্র ধরে ১১ জুন বুধবার দুপুরে সেন্ট মার্টিনের কাছাকাছি মিয়ানমার সীমানায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পযার্য়ে বিজিপি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। নিখোঁজদের উদ্ধারে সার্চ মিশন চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ