২০ দিনে প্রিয়াঙ্কার সাত কিলো উধাও !

Priyangka Chopra প্রিয়াঙ্কা চোপড়াবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অলিম্পিক পদকজয়ী মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনীমূলক ছবির কাজ শেষ করে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করলেন জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে। বক্সিং রিং থেকে নেমে আধুনিক ব্যবসায়ীর ভূমিকায় মানিয়ে নেওয়া চাট্টিখানি কথা নয়। 

তার ওপর মাঝে ছিল মাত্র ২০ দিন। আর এই কুড়ি দিনেই সাত কেজি ওজন কমিয়ে ফেললেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। 

বক্সার হওয়ার জন্য শারীরিক গড়ন থেকে শুরু করে মুখাবয়বেও কাঠিন্য আনতে হয়েছে তাকে। কিন্তু তন্বী তরুণীর মতোই প্রিয়াঙ্কাকে দেখতে চেয়েছিলেন জোয়া। এ ছবির গল্পে তার চরিত্রটি পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠে। মেরি কমের জীবনীধর্মী ছবিটি তাই জোয়ার জন্য আশীর্বাদ হয়েই এসেছে। ছবিটিতে কাজ করার সময় থেকেই যে প্রিয়াঙ্কার ওজন কমতে শুরু করেছিল! 

ওজন কমাতে প্রিয়াঙ্কাকে ট্রেনার হিসেবে সহযোগিতা করেন ভারতীয় বক্সার ঝর্না সাংভি। তিনি জানান, ২০ দিনে সাত কিলো কমানো কষ্টদায়ক হলেও বক্সাররা চাইলে সবই পারে! তাই প্রিয়াঙ্কাকে শর্করা পরিহার করে উচ্চমাত্রায় প্রোটিনযুক্ত খাবার খেতে বলা হয়েছিল। আর সঙ্গে টানা আধঘণ্টা করে হাঁটা এবং ব্যায়াম তো ছিলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ