রণবীর-পরিণীতির কেক ড্যান্স

Ronobir sing poriniti chopra রণবির সিং পরিনীতি চোপড়াবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিনেমার গানে চমক দেবার বিষয়টা বেশ ভালোই বোঝেন আদিত্য। তার আপকামিং কমেডি ছবি ‘কিল দিল’ নিয়ে বলিউড পাড়ায় আগে ভাগেই তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। গোবিন্দ, রণবীর কাপুর, পরিণীতি চোপড়া অভিনিত কমেডি অ্যাকশন নির্ভর এ ছবির একটি গানে ব্যবহার করা হয়েছে ৬০০ কেক! আর এই ছয়শ কেকের মাঝেই নেচেছেন রনবীর-পরিণীতি। ‘হ্যাপি বার্থডে’ শিরোনামের এই গান প্রসঙ্গে আদিত্য বলেন, ‘শুধু হ্যাপি বার্থডে নয়৷ গানের মধ্যে দিয়ে বেকারি শিল্পকেও সেলিব্রেট করতে চাই৷ তাই ছয়শ কেকের মধ্যেই গানটি শ্যুট করার কথা ভাবা৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ