পানামার জালে ব্রাজিলের ৪ গোল

Brazil Player ব্রাজিল খেলোয়ারস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘হেক্সা’ জয়ের অভিযানের প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে ব্রাজিলের। মঙ্গলবার গোইনিয়ায় খেলা প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে পানামাকে বিধ্বস্ত করেছে তারা। ২৬ মিনিটে ফ্রিকিক থেকে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন নেইমার। এটা তার ৩১তম আন্তর্জাতিক গোল। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভেজ। বিরতির এক মিনিট পরই নেইমারের দুর্দান্ত বেকহিল থেকে ব্রাজিলের তৃতীয় গোলটা করেন হাল্ক। আর ম্যাচ শেষের ১৭ মিনিট আগে উইলিয়ানের গোলে ৪-০ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে স্কলারির শিষ্যরা। প্রস্তুতি ম্যাচে অধিনায়ক থিয়াগো সিলভাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্কলারি।শুধু থিয়াগোই নন, এ ম্যাচটা মিস করেছেন ফের্নান্দিনহো আর পউলিনহোও। প্যারিস সেন্ত জার্মেইর ডিফেন্ডার থিয়াগোর পায়ে চোট আছে, টটেনহ্যামের মিডফিল্ডার পউলিনহো তো ফিটনেস না থাকায় মিস করেছেন আগের কয়েকটি অনুশীলন সেশনও। তাঁর জায়গায় খেলেছেন হার্নানেস। আর ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ, ক্লান্তিকর এক মৌসুম কাটিয়ে আসার জন্যই ফের্নান্দিনহোকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিগ ফিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ