নিষিদ্ধ আশরাফুল খেললেন ওবামার দেশে!

Cricket Mohammad Ashraful মোহাম্মদ আশরাফুলস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপ হওয়ার সময়ই দেশটির ৬০ শতাংশ মানুষ জানতো না এখানে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে। ফুটবলেই যখন এই হাল তখন বারাক ওবামার দেশের মানুষের ক্রিকেট নিয়ে আগ্রহ কতটা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এই সুযোগটা নিয়েই যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপে খেলে ফেললেন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে আজীবন নিষিদ্ধ হয়েও কিভাবে যুক্তরাষ্ট্রে খেললেন সেটাই এখন বড় প্রশ্ন? টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে গত ২৩ থেকে ২৬ মে। তবে আশরাফুলের খেলার খবর এতদিন পর জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এ ব্যাপারে আশরাফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ