পোল্ট্রি খাতে ২০২৫ সাল পর্যন্ত করমুক্ত ঘোষণার দাবি

abul mal abdul muhit আবুল মাল আব্দুল মুহিতসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা ও মালামাল পরিবহনে অনিশ্চয়তার ফলে বিপর্যয়ের মুখে পড়া পোল্ট্রি খাতে ২০২৫ সাল পর্যন্ত করমুক্ত ঘোষনার দাবি জানিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি উত্থাপন করেন। সংগঠনের মহাসচিব সাইদুর রহমান বাবু এসময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের পোল্ট্রি খাতে জড়িত প্রায় ৭০ লাখ মানুষের জীবন রাজনৈতিক সহিংসতার কারণে অনিশ্চিয়তার মুখে পড়েছে। প্রায় ২৫ হাজার কোটি বিনিয়োগ করে লোকসানের ভারে দিশেহারা বিনিয়োগকারীরা। তাদের ক্ষতি পুষিয়ে নিতে পোল্ট্রি খাতে ২০২৫ সাল পর্যন্ত করমুক্ত ঘোষণাসহ ৫ দফা জানান ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ।
ব্রিডার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, পোল্ট্রি শিল্পের জন্য সরকারি-বেসরকারি ব্যাংক ঋণের হার ৯ শতাংশ নির্ধারন। ফিড মিলকে পূর্বের কর অবকাশের আওতায় রাখা।
বিদেশী কোম্পানীর আগ্রাসনে দেশীয় কোম্পানীগুলো যাতে হারিয়ে না যায়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ। বিদেশী কোম্পানীর আয়ের ৯০-৯৫ শতাংশ এদেশে বিনিয়োগ করতে হবে।
বিদেশী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের বিষয়ে স্থানীয় প্রতিষ্ঠানকে অংশীদার করার জন্য বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ