আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : শিক্ষামন্ত্রী

nurul islam nahid শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, মন্ত্রিত্ব থেকে আমাকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র চলছে। রাজধানীর পলাশী বেনবেইজ মিলনায়তনে ইউনেস্কোর গ্লোবাল মনিটরিং রিপোর্ট-২০১৩-১৪ প্রকাশনা অনুষ্ঠানে রোববার দুপুরে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শিক্ষার বড় বাধা কোচিং সেন্টারগুলো। যারা ৩২ হাজার কোটি টাকার ব্যবসা করে সৃজনশীলের নামে গাইড বই বের করছে। আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বাধা। তাই আমার বিরুদ্ধে এতো ষড়যন্ত্র। প্রশ্নপত্র ফাঁস হওয়া এ ষড়যন্ত্রের অংশ কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী কোনো জবাব দেননি। তিনি বলেন, এ ব্যাপারে কিছু বলব না। এক রকম বললে আপনারা অন্যরকম করে প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ