প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাধাগ্রস্ত হতে পারে: সিপিডি

CPD সিপিডিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চিয়তার কারণে গত এক দশক ধরে যে এক শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল সেটি ধরে রাখা যাবে না। এমনটি মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালাগ (সিপিডি)। রোববার বেলা সাড়ে ১১টায় ব্র্যাক ইন সেন্টারে এক সংবাদ সম্মেলেন ২০১৩-১৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অন্তবর্তীকালীন পর্যালোচনা তুলে ধরা হয়। সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালাগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন, তৌফিক ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ। মোস্তাফিজুর রহমান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে অর্থনীতি বড় ধাক্কার সম্মুখিন হয়েছিল। উৎপাদন ও সেবামুলক বিভিন্ন কর্মকাণ্ড বাধার সম্মুখিন হয়েছিল। জানুয়ারির নির্বাচনের পর অনিশ্চয়তা এখনো কাটেনি। যা বিনিয়োগের মধ্যে প্রতিফলিত হয়েছে। পরিসংখ্যান ব্যুরো বলছে ৬.১ শতাংশ প্রবৃদ্ধি হবে। আমরা বলছি আরো কম হবে। তবে এটা হলেও বাজেটে প্রাক্কলিত প্রবৃদ্ধি ৭.২ শতাংশ থেকে কম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ