বলিউড খানদের পাত্তাই দিলেন না পরিণীতি!

Porineeti Chopra পরিনিতি চোপড়াবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বলিউডের নায়িকারা যেখানে শাহরুখ খান, সালমান ও আমিরের সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে থাকেন৷ সেখানে সদ্য বলিউডে পা দেওয়া পরিণীতি চোপড়া সুযোগ পেয়েও অভিনয় করলেন না তাদের সঙ্গে। নিজের চরিত্র পছন্দ না হওয়াই খানদের পাত্তাই দিলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতেই খানদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু ছবিতে নিজের চরিত্র নিয়ে খুশি না থাকায় আমির খান, শাহরুখ খান, সালমান খানের সঙ্গে ছবির অফার ত্যাগ করেন৷ পরিণীতি জানিয়েছেন, ছবিতে নিজের চরিত্র নিয়ে আমি একটু বেশিই সচেতন৷ তাই চরিত্র ছাড়া আর কিছুই ভাবি না৷ আমার অপজিটে খানরা আছেন, না অন্য কেউ সেটা খুব একটা ম্যাটার করে না৷ যশ চোপড়ার অফিসে পাবলিক রিলেশনের কাজ করতেন পরিণীতি৷ সেখান থেকে ছবির প্রথম অফার৷ ‘লেডি ভার্সেস রিকি বহেল’ ছবিতে সহ-নায়িকা হয়েও নজর কাড়েন তিনি৷ তারপর ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘হাসি তো ফসি’তে বেশ প্রশংসা কুড়িয়েছে তার অভিনয়৷ আপাতত, পরিণীতি ব্যস্ত ‘দাওয়াতে-ইশক’ ও ‘কিলবিল’-এর শ্যুটিংয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ